সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৩
بَابُ مِفْتَاحُ الصَّلاةِ الطُّهُورُ
পবিত্রতা নামাযের চাবি।
٢٧٥ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ بْنِ الحَنَفِيَّةِ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ الله له مِفْتَاحُ الصَّلاة الطهورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُها التسليم
২৭৫। মুহাম্মাদ ইবনুল হানাফিয়া (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: পবিত্রতা হলো নামাযের চাবি, তার তাকবীর হলো হারামকারী এবং তার সালাম হলো হালালকারী।
গোসল বা উষুর দ্বারা পবিত্রতা অর্জন না করে নামায পড়া যায় না অর্থাৎ নামায শুরু করতে হলেই পবিত্র হতে হয়। নামাযের বাইরে যেসব কাজ হালাল, তাকবীরে তাহরীমা বলার সাথে সাথে সে সব কাজ হারাম হয়ে যায়। আবার সালাম ফিরানোর সাথে সাথে সেসব কাজ হালাল হয়ে যায় (অনুবাদক)।
٢٧٦ - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ ثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ أَبِي سُفْيَانَ طَرِيف ید السعدي ح وَحَدَّثَنَا أَبُو كَرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاء ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِي عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مِفْتَاحُ الصَّلاة الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُها التسليم
২৭৬। আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা হলো নামাযের চাবি, তাকবীর হলো তার হারামকারী এবং সালাম হলো তার হালালকারী।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
