Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পবিত্রতা ব্যতীত আল্লাহ নামায কবুল করেন না, অধ্যায়-১,অনুচ্ছেদ-২

 

#ইবনে_মাজাহ, পবিত্রতা ব্যতীত আল্লাহ নামায কবুল করেন না, অধ্যায়-১,অনুচ্ছেদ-২
সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ: ২

بَابُ لا يَقْبَلُ اللهُ صَلوةٌ بِغَيْر طهور

পবিত্রতা ব্যতীত আল্লাহ নামায কবুল করেন না।


۲۷۱ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا يَحْيَ بْنُ سَعِيدٍ وَمُحَمَّدُ بْنُ جَعْفَرِح وَحَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفِ أَبُو بِشْرٍ خَتَنُ الْمُقْرِي ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالُوا ثَنَا شُعْبَةً عَنْ قَتَادَةَ عَنْ أَبِي المَلِيعِ بْنِ أَسَامَةَ عَنْ أَبِيْهِ أَسَامَةَ بْنِ عُمَيْرِ الْهُدَلِي قَالَ قَالَ رَسُولُ الله لا يَقْبَلُ الله صَلاة الأ بطهور ولا يَقْبَلُ صَدَقَةً من غلول


২৭১৷ উসামা ইবনে উমায়ের আল-হুযালী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ পবিত্রতা ব্যতীত নামায কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।


۲۷۱ (الف) - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَشَبَابَةُ بْنُ سَوارٍ عَنْ شُعْبَة نَحْوَهُ .


২৭১(ক)। আবু বাক্ ইবনে আবু শাইবা আবদুল্লাহ ইবনে সাঈদ ও শাবাবা ইবনে সাওয়ার-শোবা (রাঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।


۲۷۲ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ثَنَا إِسْرَائِيلُ عَنْ سَمَاك ح وَحَدَّثَنَا ثنا مُحَمَّدُ بْنَ يَحى بْنُ جَرِيرٍ تَنَا شُعْبَةُ عَنْ سَمَاكِ بْنِ حَرْب . بنِ سَعْدِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ إِلا بِطُهُورٍ وَلَا صَدَقَةً مِنْ عُلُولٌ .


২৭২। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ পবিত্রতা ছাড়া নামায কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।

গুলূল শব্দের অর্থ যুদ্ধলব্ধ মাল আত্মসাৎ করা। এখানে শব্দটি দ্বারা সার্বিকভাবে হারাম পন্থায় উপার্জিত মাল বুঝানো হয়েছে (অনুবাদক)।


۲۷۳ - حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ ثَنَا أَبُو زُهَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيْب عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لَا يَقْبَلُ اللهُ صَلَاةٌ بِغَيْرِ طَهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غَلُولٍ


২৭৩। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ আল্লাহ পবিত্রতা ছাড়া নামায কবুল করেন না এবং হারাম পন্থায় অর্জিত মালের দান-খয়রাতও কবুল করেন না।


٢٧٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلٍ ثَنَا الخَلِيلُ بْنُ زَكَرِيَّا ثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ بِغَيْرِ طَهُورٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُول .


২৭৪। আবু বাক্বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ পবিত্রতা ছাড়া নামায কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান-খয়রাত কবুল করেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.