Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, যে ব্যক্তি জ্ঞাত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করে, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৪

#ইবনে_মাজাহ, যে ব্যক্তি জ্ঞাত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করে, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৪

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

মুকাদ্দিমা (ভূমিকা)

অনুচ্ছেদ: ২৪

بَاب مَنْ سُئِلَ عَنْ علمٍ فَكَتَمَهُ

যে ব্যক্তি জ্ঞাত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করে।


٢٦١ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ ثَنَا عِمَارَةُ بْنُ زَادَانَ ثَنَا عَلِيُّ بْنُ الْحَكَم ثَنَا عَطاء عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا مِنْ رَجُلٍ يَحْفَظُ علمًا فَيَكْتُمُهُ الأ أتى به يَوْمَ الْقِيَامَة مُلجَما بلجام مِنَ النَّارِ


২৬১। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি (দীনের) জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখলে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে।


٢٦١(١) - قال أبو الحَسَنِ أَي القَطانُ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ ثَنَا أَبُو الْوَلِيدِ تَنَا عمَارَةُ بْنُ زَاذَانَ فَذَكَرَ نَحْوَهُ


২৬১(ক)। আবুল হাসান আল-কাত্তান -আবু হাতেম-আবুল ওয়ালীদ-ইমারা ইবনে যাযান (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।


٢٦٢ - حَدَّثَنَا أَبُو مَرْوَانَ العُثمَانِيُّ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ عَن عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ وَاللَّهِ لَوْلاً أيتان في كِتَابِ اللهِ تَعَالَى مَا حَدَلْتُ عَنْهُ (يَعْنِي عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ) شَيْئًا أَبَدًا لَوْ لا قول الله (انَّ الَّذِيْنَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللهُ مِنَ الكتاب.. إلى آخرِ الآيَتَيْنِ)


২৬২। আবদুর রহমান ইবনে হুরমু আল-আরাজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন, আল্লাহ্র শপথ! যদি মহান আল্লাহ্র কিতাবে (কুরআন মজীদ) দু'টি আয়াত না থাকতো, তাহলে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদীস বর্ণনা করতাম না। যদি আল্লাহ্র এই বাণী না থাকতো (অর্থ): “আল্লাহ যে কিতাব নাযিল করেছেন যারা তা গোপন রাখে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা৷ নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে এরা কতই না ধৈর্যশীল” (সূরা বাকারা: ১৭৪-১৭৫)।


٢٦٣ - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِي العَسْقَلانِيُّ ثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّرِي عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا لَعَنَ أَخِرُ هذه الأمة أولُهَا فَمَنْ كَتَمَ حَدِيثًا فَقَدْ كَتَمَ مَا أَنْزَلَ اللهُ 


২৬৩। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই উম্মাতের পরবর্তীকালের লোকেরা যখন তাদের পূর্ববর্তীকালের লোকদের অভিশাপ দিবে, তখন কেউ একটি হাদীস গোপন করলে, সে যেন আল্লাহ কর্তৃক নাযিলকৃত কিতাবকেই গোপন করলো।


٢٦٤ - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ ثَنَا الهَيْثَمُ بْنُ جَمِيلٍ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ تَنَا يُوسُفَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالك يَقُولُ سَمِعْتُ رَسُولَ الله الله يَقُولُ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ الْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامِ مِنْ نَارٍ .


২৬৪। আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: কোন ব্যক্তি (তার জানা) জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে সে তা গোপন করলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।


٢٦٥ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِبَّانَ بْنِ واقِدِ الشَّقَفِيُّ أَبُو إِسْحَاقَ الْوَاسِطِيُّ ثَنَا عَبْدُ اللهِ بْن عَاصِمٍ ثَنَا مُحَمَّدُ بْنُ دَابِ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِي عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِي قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَتَمَ علمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ أَمْرِ الدِّينِ الجَمَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ بِلجَامِ مِنَ النَّارِ .


২৬৫। আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দীনের এমন জ্ঞান গোপন করে, যার দ্বারা আল্লাহ মানুষের কাজে, দীনের কাজে উপকৃত করে থাকেন, আল্লাহ তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন।


٢٦٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حَفْصِ بْنِ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِك ثَنَا أَبُو إِبْرَاهِيمَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الكَرَابِيْسِيُّ عَنِ ابْنِ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بن سيرينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله عل عَنْ عِلْمٍ يَعْلَمُهُ فَكَتَمَهُ الجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامِ مِنْ نَارٍ .


২৬৬। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোন ব্যক্তি তার জানা জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে তা গোপন করলো, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.