(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৩৭
باب الوضوء بالنبيذ
নাবীয নামক শরবত দিয়ে উযু করা।
٣٨٤ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا تَنَا وَكِيعٌ عَنْ أَبِيهِ حِ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي فَزَارَةَ الْعَبْسِيِّ عَنْ أَبِي زَيْد مَولى عَمْرُو بْن حُرَيْثٍ عَنْ عَبْد الله بن مَسْعُود أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ له ليلةَ الجِن عِنْدَكَ طَهُورٌ قَالَ لَا إِلا شَيْ مِنْ نَبِيْدَ فِي إِدَاوَةٍ قَالَ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاء طَهُورٌ فَتَوَضاً . هذا حديث . وكيع .
৩৮৪। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহ“ল্লাম লাইলাতুল জিন্ন-এ তাঁকে জিজ্ঞাসা করেন, তোমার সাথে উযুর পানি আছে কি? তিনি বলেন, না, তবে একটি পাত্রে কিছু নাবীয আছে। তিনি বলেন : খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র।
অতঃপর তিনি উযু করলেন। নাবীয হলো খেজুরের দ্বারা তৈরী শরবত, যেমন আমাদের দেশে বেলের বা অন্য কোন ফলের শরবত। যে রাতে বাতনে নাখলা নামক স্থানে জিনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত করে সেই রাতকে “লাইলাতুল জিন্ন” বলা হয় (অনুবাদক)।
নাবীয হলো খেজুরের দ্বারা তৈরী শরবত, যেমন আমাদের দেশে বেলের বা অন্য কোন ফলের শরবত। যে রাতে বাতনে নাখলা নামক স্থানে জিনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত করে সেই রাতকে “লাইলাতুল জিন্ন” বলা হয় (অনুবাদক)। এটা ওয়াকী (রাঃ)-এর বর্ণিত হাদীস ।
٣٨٥ - حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدَّمَشْقِيُّ ثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ تَنَا ابْنُ لَهِيعَةَ ثنَا قَيْسُ بْنُ الْحَجَّاجِ عَنْ حُنَيْشِ الصَّنْعَانِي عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسِ أَنْ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ لِابْنِ مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ مَعَكَ مَاء قَالَ لَا إِلا نَبِيْدَا فِي سَطِيحَةٍ فَقَالَ رَسُولُ الله عَل تَمْرَةٌ طَيِّبَةً وَمَاء طَهُورٌ صُبٌ عَلَى قَالَ قَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضاً .
৩৮৫। আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ (রাঃ)-কে লাইলাতুল জিন্ন-এ বলেন : তোমার সাথে পানি আছে কি?
তিনি বলেন, না, তবে একটি পাত্রে নাবীয আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। আমাকে তা ঢেলে দাও। রাবী বলেন, আমি তাঁকে নাবীয ঢেলে দেই এবং তিনি তা দিয়ে উযু করেন ।
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
%20Islamic-Academy%20N,P.jpeg)
