Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, সমুদ্রের পানি দিয়ে উযু করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩৮

#ইবনে_মাজাহ, সমুদ্রের পানি দিয়ে উযু করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩৮
 সুনান ইবনে মাজা

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ ৩৮

بَابُ الْوُضُوء بمَاء الْبَحْر

সমুদ্রের পানি দিয়ে উযু করা।


٣٨٦- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ هُوَ الِ ابْنِ الْأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدار حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُول الله الله فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّا نَرْكَبُ البَحْرَ وَنَحْمِلُ مَعَنَا القَلِيْلَ مِنَ المَاءِ فَإِنْ تَوَضَّأَنَا به افَتَتَوَضاً مِنْ مَاءِ البَحْرِ فَقَالَ رَسُولُ الله هو الطهور ماؤه الحلُّ مَيْتَتُهُ . عطشنا


৩৮৬ আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্রে যাতায়াত করে থাকি এবং আমাদের সাথে খুব কম পানি থাকে। যদি আমরা তা দিয়ে উযু করি, তাহলে পিপাসার্ত হবো। আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল ।


۳۸۷ - حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلِ ثَنَا يَحْيَ بْنُ بُكَيْرٍ حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدِ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ عَنْ مُسْلِمِ بْنِ مَخْشِيَ عَنِ ابْنِ الْفَرَاسِي قَالَ كُنتُ أصيدُ وَكَانَتْ لي قربهُ أَجْعَلُ فِيهَا مَاءً وَأَنِّي تَوَضَأْتُ بِمَاء الْبَحْرِ فَذَكَرْتُ ذلِكَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ هُوَ الطهور ماؤه الحل مَبْتَتُه .


৩৮৭। ইবনুল ফিরাসী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শিকারে যেতাম এবং আমার একটি পানির মশক ছিল, তাতে (পানের) পানি নিতাম এবং সমুদ্রের পানি দ্বারা উযু করতাম। আমি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপন করলাম। তিনি বলেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল ।


۳۸۸ - حَدَّثَنَا مُحَمَّدُ . بن يحي ثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ثَنَا أَبُو الْقَاسِمِ بْنُ أَبِي الزِنَادِ قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ حَازِمٍ عَنْ عُبَيْدِ اللهِ هُوَ ابْنُ مِقْسَم عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيِّ سُبُلَ عَنْ مَاء الْبَحْرِ فَقَالَ هُوَ الطُّهُورُ مَاؤُهُ الحِلُّ مَيْتَتُهُ .


৩৮৮ । জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল।


۳۸۸ (۱) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ الْمَسْتَجَانِيُّ تَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ثَنَا أَبُو القَاسِمِ بْن أبى الزِنَادِ تَني إِسْحَاقُ بْنُ حَازِمٍ عَنْ عُبَيْدِ اللهِ هُوَ ابْنُ مِقْسَمٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ .


৩৮৮(ক)। আবুল হাসান ইবনে সালামা-আলী ইবনুল হাসান আল-হাসতাজানী-আমাদ ইবনে হাম্বল-আবুল কাসেম ইবনে আবুয যিনাদ ইসহাক ইবনে হাযেম-উবাইদুল্লাহ ইবনে মিকসাম-জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম — পুর্বোতি হাদিসের অনুরুপ।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.