Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, গোসলখানায় পেশাব করা মাকরূহ, অধ্যায়-১,অনুচ্ছেদ-১২

#ইবনে_মাজাহ, গোসলখানায় পেশাব করা মাকরূহ, অধ্যায়-১,অনুচ্ছেদ-১২

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ১২

بَاب كَرَاهِيَةِ البَولِ فِي الْمُغْتَسَلِ

গোসলখানায় পেশাব করা মাকরূহ।


٣٠٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عَبْدُ الرِّزاق انبانًا مَعْمَرٌ عَنْ أَشْعَتْ بْن عَبْد أَنْبَأَنَا الله عَنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَالَ رَسُولُ الله له لا يَبُولُنَّ أَحَدُكُمْ في مُسْتَحَبه فَإِنْ عَامَّةَ الوَسواس مِنْهُ .

৩০৪। আবদুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ যেন তার গোসলখানায় পেশাব না করে । কেননা তা থেকেই যাবতীয় সন্দেহের উদ্রেক হয়।


٣٠٤(١) - قَالَ أبو عبد الله بن مَاجَةَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَزِيدَ يَقُولُ سَمِعْتُ عَلَى بنَ مُحَمَّد الطَّنَافِسِى يَقُولُ إِنَّمَا هَذَا فِي الحَفِيرَةِ فَأَمَّا الْيَوْمَ فَلَا فَمُغْتَسَلَاتُهُمُ الجصُّ وَالصَّارُوجُ وَالقَيْرُ فَإِذَا بَالَ فَأَرْسَلَ عَلَيْهِ الْمَاءَ لَا بَأْسَ به

৩০৪(ক)। আবু আবদুল্লাহ ইবনে মাজা (রাঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইয়াযীদ (রাঃ) কে বলতে শুনেছি, তিনি আলী ইবনে মোহাম্মদ আত-তানাফিসি (রাঃ) বলতে শুনেছেন, এই নির্দেশ সেই সময়ের যখন গোসলখানা কাঁচা ছিল। যেহেতু বর্তমান কালে গোসলখানা ইট ও চুনা দ্বারা নির্মিত হয়ে থাকে, তাই যদি কেউ পেশাব করার পর সেখানে পানি ঢেলে দেয়, তবে তাতে কোন দোষ নেই।


অনুচ্ছেদঃ ১৩

باب مَا جَاءَ في البول قَائِمًا

দাঁড়িয়ে পেশাব করা মাকরূহ।


٣٠٥ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا شَرِيكَ وَهُشَيْمَ وَوَكِيعٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِى وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللهِ أتى سُبَاطَةَ قَوْمٍ قَبَالَ عَلَيْهَا قَائِمًا

৩০৫। হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোত্রের ময়লা-আবর্জনার নিকট পৌঁছে সেখানে দাঁড়িয়ে পেশাব করেন।


٣٠٦- حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ثَنَا أَبُو دَاوُدَ ثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وائل عن المغيرة بن شُعْبَةَ أَنَّ رَسُولَ الله له أتى سُبَاطِةَ قَوْمٍ فَبَالَ قَائِما .

৩০৬। মুগীরা ইবনে শোবা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ এক গোত্রের ময়লা-আবর্জনার নিকট পৌঁছে তথায় দাঁড়িয়ে পেশাব করেন।


٣٠٦(۱) - قَالَ شُعْبَةُ قَالَ عَاصِمٌ يَوْمَئِدٍ وَهَذَا الْأَعْمَسُ يَرْويْهِ عَنْ أَبِى وَائِلٍ عَنْ حُذَيْفَةَ وَمَا حَفِظَهُ فَسَأَلْتُ عَنْهُ مَنْصُورًا فَحَدَّثَنِيْهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنْ رَسُول الله صلى الله عليه وسلم أتى سُبَاطِةَ قَوْمٍ فَبَالَ عَلَيْهَا قَائِمًا

৩০৬(ক)। শোবা (রাঃ) বলেন, আসিম (রাঃ) সে সময় এই হাদীস মুগীরা (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেন। আমাশ (রাঃ) আবু ওয়াইল (রাঃ)-এর সূত্রে হুযায়ফা (রাঃ) থেকে বর্ণনা করেছেন, কিন্তু আসেম তা ভুলে যান। এরপর আমি মানসূর (রাঃ)-কে জিজ্ঞাসা করলে তিনিও সেটি আবু ওয়াইল (রাঃ)-এর সূত্রে হুযায়ফা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ময়লা-আবর্জনার স্তূপের নিকট পৌঁছে দাঁড়িয়ে পেশাব করেন। 

শোবা (রাঃ)-এর উদ্দেশ্য এই যে, হুযায়ফা (রাঃ)-এর সূত্রে এ হাদীস বর্ণিত হওয়ার বিষয়টি যথার্থ, কিন্তু মুগীরা ইবনে শোবা (রাঃ)-এর সূত্রে বর্ণিত হওয়ার বিষয়টি সঠিক নয়। এই ভুলটি করেছেন আসেম (রাঃ) (অনুবাদ)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.