সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৬
بَابُ ثَوَابِ الطُّهُورِ
পবিত্রতা অর্জনের সওয়াব।
۲۸۱ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صالح عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم أَنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوة ثم أتى المَسْجِدَ لَا يَنْهَرُهُ إِلا الصَّلاةُ لَمْ يَخْطُ خَطرَةٌ إِلا رَفَعَهُ اللهُ عَزَّ وَجَلَّ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ
২৮১। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি উত্তমরূপে উযু করে কেবল নামায পড়ার জন্য মসজিদে রওয়ানা হলে তার মসজিদে পৌঁছা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার একধাপ মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ মাফ করেন।
۲۸۲ - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللهِ الصَّنَابِحِيَ عَنْ رَسُولِ اللَّهِ اللهُ قَالَ مَنْ تَوَضًا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ منْ فيه وأنفه فَاذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ حَتَّى نْ تَحْتِ أَسْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أذْنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رجليه وكَانَتْ صَلَاتُهُ وَمَشْيُهُ إِلَى المَسجد نافلة .
২৮২। আবদুল্লাহ আস-সুনাবিহী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি উযু করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো, তার গুনাসমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমণ্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়, এমনকি তার দুই চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দুই হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসেহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায়, এমনকি তার দুই কান থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সে তার উভয় পা ধৌত করলে তার পদদ্বয় থেকেও গুনাহসমূহ ঝরে যায়, এমনকি তার পদদ্বয়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ বের হয়ে যায়। এরপর তার নামায ও তার মসজিদে যাতায়াতের সওয়াব (উল্লিখিত বিষয়ের) অতিরিক্ত।
۲۸۳ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا تَنَا غُنْدَرٌ مُحَمَّدُ ابْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ يَعلَى بْنِ عَطاء عَنْ يَزِيدَ بْنِ طَلْقٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ البيلمَانِي عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ قَالَ رَسُولُ الله الله إِنَّ العَبْدَ إِذا تَرَضاً مِنْ وَجْهه فَغَسَلَ يَدَيْهِ خَرَتْ خَطَايَاهُ مَنْ يَدَيْهِ فَاذَا غَسَلَ وَجْهَهُ خَرْتَ خَطَايَاهُ . فَإِذا غَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ ذِرَاعَيْهِ وَأَسِهِ فَإِذَا غَسَلَ رجليه خَرَّتْ خَطَايَاهُ من رجليه .
২৮৩। আমর ইবনে আবাসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: বান্দা যখন উযু করে এবং তার উভয় হাত ধৌত করে, তখন তার দুই হাত থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে তখন তার মুখমণ্ডল থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। যখন সে তার উভয় হাত ধৌত করে এবং তার মাথা মাসেহ করে, তখন তার দুই হাত ও মাথা থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। এরপর যখন সে তার পদদ্বয় ধৌত করে তখন তার পদদ্বয় থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়।
٢٨٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى النَّيْسَابُورى ثنا أبو الوليد هِشَامُ بْنُ عَبْد المَلِكِ ثَنَا حَمَّادٌ عَنْ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمِّتِكَ قَالَ غُرِّ مُحَجَلُونَ يُلقَ مِنْ أثار الوضوء
২৮৪। যার ইবনে হুবাইশ (রাঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহু ইবনে মাসউদ (রাঃ) বলেন, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রাসূল! আপনি আপনার উম্মাতের যেসব লোককে দেখেননি তাদের কিভাবে চিনবেন? তিনি বলেন: উযুর কারণে তাদের মুখমণ্ডল ও তাদের উযুর অন্যান্য অঙ্গ থেকে বিচ্ছুরিত আলোর সাহায্যে।
٢٨٤ (الف) - قال أبو الحَسَنِ الْقَانُ حَدَّثَنَا أَبُو حَاتِم ثَنَا أَبُو الْوَلِيدِ فَذَكَرَ مِثْلَهُ
২৮৪(ক)। আবুল হাসান আল-কাত্তান আবু হাতেম-আবুল ওয়ালিদ (রাঃ) সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
٢٨٥ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ تَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ثَنَا الْأَوْزَاعِيُّ ثَنَا يحي بن أبي كَثِيرٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنِي شَقِيقُ بْنُ سَلَمَةَ حَدَّثَنِي يَحْيَ حُمْرَانُ مَولى عُثْمَانَ ابْن عَفَّانَ قَالَ رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَاعِداً فِي الْمَقَاعِدِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي مَقْعَدِى هَذَا تَوَضَّأَ مِثْلَ وضُوئِي هذا ثُمَّ قَالَ مَنْ تَوَضًا مِثْلَ وُضُونِى هَذَا غُفِرَلَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَلَا تَعْتَرُوا
২৮৫। উসমান ইবনে আফফান (রাঃ) এর মোক্তদাস হুমরান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান (রাঃ)-কে এক স্থানে উপবিষ্ট দেখলাম। তিনি উযুর পানি নিয়ে ডাকলেন এবং উযু করলেন, অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এ স্থানে বসে আমার ন্যায় উযু করতে দেখেছি। অতঃপর তিনি বলেনঃ যে ব্যক্তি আমার উযুর ন্যায় উযু করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন: কিন্তু তোমরা তাতে আত্মতুষ্টির ধোঁকায় পড়ো না।
٢٨٥ (الف) - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ ثَنَا الْأَوْزَاعِيُّ بن إِبْرَاهِيمَ حَدَّثَنِي عَيْسَى بْنُ طَلْحَةَ حَدَّثَنِي حُمْرَانُ حَدَّثَنِي يَحْى حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَـ عَنْ عُثْمَانَ عَن النَّبي الله نَحْوَهُ .
২৮৫(ক)। হিশাম ইবনে আম্মার-আবদুল হামীদ ইবনে হাবীব-আওযাঈ-ইয়াহ্ইয়া- মুহাম্মাদ ইবনে ইবরাহীম-ঈসা ইবনে তালহা - হুমরান-উসমান (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
