(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
আনচ্ছেদ ৫৪
بَاب مَا جَاءَ فِي الوُضُوْء مَرَّةٌ مَرَّةٌ
একবার করে উষুর অংগসমূহ ধৌত করা।
٤١٠- حَدَّثَنَا عَبْدُ الله بْنُ عَامر بن زُرَارَةَ ثَنَا شَرِيكَ بْنُ عَبْدِ اللَّهِ النَّخَعِيُّ عَنْ ثابت بن أبي صَفِيَّةَ الشَّمَالِي قَالَ سَأَلت أبا جَعْفَرٍ قُلْتُ لَهُ حُدِّنْتَ عَنْ جَابِرِ بْنِ عبد الله أن النبي صلى الله عليه وسلم تَوَضًا مَرَّةٌ مَرَّةٌ قَالَ نَعَمْ قُلتُ وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلاثًا ثَلاثاً قَالَ نَعَم
৪১০। সাবিত ইবনে আবু সাফিয়্যা আস-সুমালী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,আমি আবু জাফর (রাঃ)-কে জিজ্ঞাসা করে বললাম, আমার নিকট জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে হাদীস বর্ণনা করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে উযুর অংগ ধৌত করতেন? তিনি বলেন, হাঁ। আমি বললাম, তিনি কি দুইবার অথবা তিনবার করে উযু অংগ ধৌত করেছেন? তিনি বলেন, হ্যাঁ।
الله ٤١١ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلادٍ الْبَاهِلِيُّ ثَنَا يَحْيَى بْنُ سَعِيدِ الْقَطَانُ عَنْ سُفْيَانَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاس قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَوَضًا غُرْفَةً غُرفة .
৪১১। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক আঁজলা পানি দিয়ে উযুর এক একটি অঙ্গ ধৌত করতে দেখেছি।
٤١٢ - حَدَّثَنَا أَبُو كَرَيْب ثَنَا رِشْدِينُ بْنُ سَعْدِ أَنَا الضَّحَالُ بْنُ شُرَحْبِيلَ عَنْ زَيْدِ بن أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ قَالَ رَأَيْتُ رَسُولَ الله له فِي غَزْوَة تَبُوكَ تَوَضًا واحدةً واحدةً
৪১২। উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবূক অভিযানকালে উযুর প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করতে দেখেছি।
উযুর অঙ্গসমূহ তিনবার করে ধৌত করা।
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
%20Islamic-Academy%20N,P.jpeg)
