সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ৯৫
بَاب مَا جَاءَ فِي الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ
গোসলের পর উযু করা।
٥٧٥ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ تَمَارَوا فِي الْغُسْلِ مِنَ الْحَنَابَةِ عِنْدَ رَسُول الله صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أما أنا فَأفِيْضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفِّ .
৫৭৫। জুবাইর ইবনে মুত্ইম (রাঃ) তেকে বর্ণিত, তিনি বলেন। লোকেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপবিত্রতার গোসল সম্পর্কে বাদানুবাদে লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তো হাত ভর্তি করে তিনবার আমার মাথায় পানি ঢেলে থাকি।
٥٧٦ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا ثَنَا وَكِيعٌ حَ وَثَنَا أَبُو كرَيْب ثَنَا ابْنُ فُضَيْلِ جَمِيعًا عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُرْقٌ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلاً سَأَلَهُ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ فَقَالَ ثَلاثًا فَقَالَ الرَّجُلُ إِنَّ شَعْرِي كَثِيرٌ فَقَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم كَانَ اكْثَرَ شَعرًا منْكَ وَأَطْيَبَ .
৫৭৬। আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাকে নাপাকির গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনবার। লোকটি বললো, আমার মাথার চুল তো বেশ ঘন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল তোমার চুলের চাইতে অধিক ঘন ছিল এবং তিনি (তোমার চাইতে অধিক পবিত্রতা সচেতন ছিলেন
٥٧٧ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيْهِ عَنْ جَابِرٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِي أَرْضِ بَارِدَةٍ فَكَيْفَالغُسْلُ مِنَ الجَنَابَةِ فَقَالَ أَمَّا أَنَا فَاحْتُوْ عَلَى رَأْسِي ثَلَاثًا
৫৭৭। জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন । আমি বললাম, ইয়া রাসুল্লালাহ! আমি শীতপ্রধান অঞ্চলে কিভাবে নাপাকির গোসল করবো?তিনি বলেনঃ আমি তো হাতে পানি নিয়ে তিনবার আমার মাথায় ঢেলে থাকি।
٥٧٨ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدِ عَنْ أَبِي هُرَيْرَةَ سَأَلَهُ رَجُلٌ كَمْ أَفَيْضُ عَلَى رَأْسِي وَأَنَا جُنُبْ قَالَ كَانَ رَسُولُ الله لا يَحْنُوْ عَلَى رَأسه ثَلاثَ حَشَيَاتِ قَالَ الرَّجُلُ إِنَّ شَعْرِيطويل قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَكْثَرَ شَعْرَاً مِّنْكَ وَأَطْيَبَ .
৫৭৮। আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, এক ব্যেক্তি তাকে জিজ্ঞেস করলো, অপবিত্রতার গোসলে আমি আমার মাথায় কতবার পানি ঢালবো? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ভর্তি করে তাঁর মাথায় তিনবার পানি ঢালতেন। লোকটি বললো, আমার চুল তো খুব লম্বা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল তোমার চুলের চাইতে অধিক (লম্বা) এবং (তিনি ছিলেন) অধিক পবিত্রতা সচেতন ।
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
