Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, অপবিত্রতার গোসল।অধ্যায়-১,অনুচ্ছেদ-৯৪

#ইবনে_মাজাহ, আহত ব্যক্তি অপবিত্র হওয়ার পর গোসল করলে তার শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা করলে ২৬৯ 📙
সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ৯৪

بَاب مَا جَاءَ فِي الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ

অপবিত্রতার গোসল।


٥٧٣ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا ثَنَا وَكِيعٌ عَنِ الْأَعْمَشِ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ مَولى ابْنِ عَبَّاسِ ثَنَا ابْنُ عَبَّاسِ عَنْ خَالَتِهِ مَيْمُونَة قَالَتْ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسلاً فَاغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ فَاكْنَا الْإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا ثُمَّ أَفَاضَ عَلَى فَرْجِهِ ثُمَّ دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ ثُمَّ مَضمَضَ وَاسْتَنْشَقُ وَغَسَلَ وَجْهَهُ ثَلاثًا وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثُمَّ أَفَاضَ الْمَاءَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ تَنَحَى فَغَسَلَ رِجْلَيْهِ


৫৭৩। মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে দিলে তিনি অপবিত্রতার গোসল করেন। তিনি তাঁর বাম হাত দিয়ে পানির পাত্রটি কাত করে তাঁর ডান হাতে পানি ঢালেন এবং দুই হাতের তালু কব্জি পর্যন্ত তিনবার ধৌত করেন, অতঃপর নিজের লজ্জাস্থান ধৌত করেন, অতঃপর হস্তদ্বয় মাটিতে ঘষেন, অতঃপর কুলি করেন ও নাকে পানি দেন। তিনি তাঁর মুখমণ্ডল তিনবার এবং দুই হাত তিন বার ধুইলেন, অতঃপর নিজের সমস্ত শরীরে পানি ঢালেন, তারপর একটু সরে গিয়ে তাঁর দুই পা ধৌত করেন।


٥٧٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْد المَلك بن أبى الشوارب ثَنَا عَبْدُ الواحد بنُ زِيَادِ ثنَا صَدَقَةُ ابْنُ سَعِيدِ الْحَنَفِى ثَنَا جُمَيعُ بْنُ عُمَيْرِ التَّيْمِيُّ قَالَ انْطَلَقْتُ مَعَ عَمَتِي وَخَالَتِي فَدَخَلْنَا عَلَى عَائِشَةَ فَسَأَلْنَاهَا كَيْفَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عِنْدَ غُسله مِنَ الجَنَابَةِ قَالَتْ كَانَ يُفْيْضُ عَلَى كَفَّيْهِ ثَلَاثَ مَرَأتِ ثُمَّ يُدْخِلُهَا الآنَاءَ ثُمَّ يَغْسِلُ رَأْسَهُ ثَلَاثَ مَرَأتِ ثُمَّ يُفيضُ عَلَى جَسَدِهِ ثُمَّ يَقُومُ إِلَى الصَّلَاةِ وَأَمَّا نَحْنُ فَإِنَّا نَغْسِلُ رُمُوْسَنَا خَمْسَ مِرَارٍ مِنْ أَجْلِ الضَّفْرِ .


৫৭৪ । জুমাই ইবনে উমাইর আত-তাইমী (রাঃ) বলেন, আমি আমার ফুফু ও খালার সাথে আয়েশা (রাঃ)-র নিকট প্রবেশ করলাম। আমরা তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসলে কি কি করতেন? আয়েশা (রাঃ) বলেন, তিনি প্রথমে তাঁর উভয় হাতে তিনবার পানি ঢালতেন, অতঃপর হাত পানির পাত্রে ঢুকাতেন, অতঃপর তিনবার মাথা ধৌত করতেন, অতঃপর সমস্ত শরীরে পানি ঢালতেন, অতঃপর নামাযে দাঁড়াতেন।

আর আমরা আমাদের মাথার চুল ঘন হওয়ায় তা পাঁচবার ধৌত করি ।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.