সুনান ইবনে মাজাহ
অধ্যায়ঃ ৪
كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ
অনুচ্ছেদঃ ১৭
بَابُ التَّعْلِيظُ فِي التَّخَلْفِ عَنِ الجَمَاعَةِ
নামাযের জামাআত ত্যাগ করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি।
۷۹۱- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَقَدْ هَمَمْتُ أَنْ أَمْرَ بِالصَّلاةِ فَتُقَامُ ثُمَّ امْرَ رَجُلاً فَيُصَلِّى بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقُ بِرِجَالٍ مُعَهُمْ . ومعَهُمْ حَزْمٌ مِّنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلاةَ فَأُحَرِّقُ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ .
৭৯১। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
আমার ইচ্ছা হয় যে, আমি নামায কায়েমের নির্দেশ দেই এবং এক ব্যক্তিকে লোকদের নিয়ে নামায পড়তে আদেশ করি।
অতঃপর আমি লাকড়িসহ একদল লোককে নিয়ে বেরিয়ে যাই সেইসব লোকের নিকট যারা জামাআতে উপস্থিত হয়নি,
অতঃপর তাদেরসহ তাদের বসতি আগুন দিয়ে ভস্মীভূত করে দেই।
۷۹۲- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو أَسَامَةَ عَنْ زَائِدَةَ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي رَزَيْنِ عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ قَالَ قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي كَبِيرٌ ضَرِيرٌ شَاسِعَ الدَّارِ وَلَيْسَ لِى قَائِدٌ يُلاوِمُنِي فَهَلْ تَجِدُ مِنْ رُخْصَةٍ قَالَ هَلْ تَسْمَعُ النِّدَاءَ قُلْتُ نَعَمْ قَالَ مَا أَجِدُ لَكَ رُخْصَةً .
৭৯২। আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি বৃদ্ধ ও অন্ধ, আমার বসতিও দূরে এবং আমার সাহায্যকারী কোন পরিচালকও নেই।
সুতরাং আপনি কি (আমাকে জামাআতে হাযির না হওয়ার ব্যাপারে) অবকাশ (অনুমতি) দিবেন? তিনি বলেনঃ
তুমি কি আযান শুনতে পাও? আমি বললাম, হাঁ। তিনি বলেন : আমি তোমার জন্য অবকাশ পাচ্ছি না।
۷۹۳- حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ بْنِ بَيَانِ الْوَاسِطِيُّ أَنْبَأَنَا هُشَيْمٌ عَنْ شُعْبَةَ عَنْ عَدِي بن ثابِتِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُدْرٍ .
৭৯৩। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আযান শুনলো এবং তার কোন ওযর না থাকা সত্ত্বেও জামাআতে উপস্থিত হলো না, তার নামায নাই ।
٧٩٤ - حَدَّثَنَا عَلَى بْنُ مُحَمَّدٍ ثَنَا أَبُو أَسَامَةَ عَنْ هِشَامِ الدَّسْتَوَانِي عَنْ يَحْيَ بْنِ أَبِي كَثِيرٍ عَنِ الْحَكَمِ بْنِ مِينَا ءَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسِ وَابْنُ عُمَرَ أَنَّهُمَا سَمِعَا النَّبِيُّ يَقُولُ عَلَى أَعْوَادِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجَمَاعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونَنَّ مِنَ الْغَافِلِينَ .
৭৯৪ । ইবনে আব্বাস ও ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর কাঠের মিম্বারের উপর থেকে বলতে শুনেছেনঃ
লোকেরা অবশ্যই যেন জামাআত ত্যাগ করা থেকে বিরত থাকে। অন্যথায় আল্লাহ অবশ্যই তাদের অন্তরে সীলমোহর মেরে দিবেন, অতঃপর তারা বিস্মৃতদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে।
٧٩٥ - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ إِسْمَاعِيلَ الهُذَلِيُّ الدَّمَشْقِيُّ تَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِابْنِ أَبِي ذَنْبِ عَنِ الرِّيرُ قَانِ بْنِ عَمْرٍو الضَّمْرِي عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم لَيَنْتَهِينُ رِجَالٌ عَنْ تَرْك الْجَمَاعَةِ أَوْ لَأَحَرِّقَنُ بُيُوتَهُمْ .
৭৯৫। উসামা ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
লোকজনকে অবশ্যই জামাআত ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আমি তাদের ঘরবাড়ি ভস্মীভূত করে দিবো।
সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
