Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে, অধ্যায়-৪, অনুচ্ছেদ-৭

#ইবনে_মাজাহ, মসজিদে ঘুমানো {৩৪৬}🙏

সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ৪

كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ

অনুচ্ছেদঃ৭

بَابُ أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَولُ

সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে।

٧٥٣ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونَ الرِّقِيُّ ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِحِ وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِي عَنْ أَبِيْهِ عَنْ أَبِي ذَرٍ الغفارِي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَى مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الحَرَامُ قَالَ قُلتُ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ المَسْجِدُ الْأَقْصَى قُلْتُ كَمْ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ عَامًا ثُمَّ الْأَرْضُ لَكَ مُصَلَّى فَصَلِّ حَيْثُ مَا أَدْرَكَتْكَ الصَّلاةُ .


৭৫৩। আবু যার আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেনঃ

মসজিদুল হারাম । রাবী বলেন, আমি আবার বললাম, তারপর কোনটি? তিনি বলেনঃ তারপর মসজিদুল আকসা। আমি জিজ্ঞেস করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বলেনঃ চল্লিশ বছরের। 


উক্ত হাদীসের ব্যাখ্যায় ইমাম ইবনুল জাওযী (রাঃ) বলেন, কাবা ঘরের নির্মাতা হযরত ইবরাহীম (আ) এবং বাইতুল মাকদিসের নির্মাতা হযরত সুলায়মান (আঃ)-এর যুগের মধ্যে হাজার বছরাধিক কালের ব্যবধান।

উক্ত হাদীসের তাৎপর্য এই যে, এখানে দুই মসজিদের ভিত্তি স্থাপনের দিকে ইংগিত করা হয়েছে। অর্থাৎ সর্বপ্রথম হযরত আদম (আঃ) কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন। 

অতঃপর তাঁহার বংশধরের জনসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে তারা দুনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং তাদের কোন ব্যক্তি হয়ত কাবা ঘর নির্মাণের চল্লিশ বছর পর বাইতুল মাকদিসের ভিত্তি স্থাপন করে থাকবেন। পরে হযরত ইবরাহীম (আঃ) কাবা ঘর এবং হযরত সুলায়মান (আঃ) বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করেন। খাত্তাবী (রাঃ) বলেন, আল্লাহ্র কোন সৎকর্মপরায়ণ বান্দা হযরত দাউদ (আঃ) ও হযরত সুলায়মান (আঃ)-এর পূর্বে হয়ত বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন।

অতঃপর হযরত ইবর- হীম (আঃ) কাবা ঘর এবং হযরত সুলায়মান (আঃ) বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করেন। পুনর্নির্মাতা হিসাবে তাদের দু'জনকে দুই মসজিদের নির্মাতারূপে অভিহিত করা হয়েছে (সহীহ বুখারী, কিতাবুল আম্বিয়া, ১খ, পৃ. ১৩৮)।

কারণ পূর্ব-নির্মাণের কোন চিহ্নই বাকি ছিল না। তাঁরা সম্পূর্ণ নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন (অনুবাদক)।


এখন তোমার জন্য সমগ্র পৃথিবীই মসজিদ। অতএব যেখানেই তোমার নামাযের ওয়াক্ত হয়, সেখানেই তুমি নামায পড়তে পারো।


সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন। 
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.