Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, নামায শেষে ফিরে বসা, অধ্যায়-৫,অনুচ্ছেদ-৩৩

#ইবনে_মাজাহ, নামায শেষে ফিরে বসা, অধ্যায়-৫,অনুচ্ছেদ-৩৩
সুনানে ইবনে-মাজাহ

অনুচ্ছেদঃ ৩৩

নামায শেষে ফিরে বসা।


۹۲۹ - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سَمَاكَ عَنْ قَبَيْصَةَ ابْنِ هلب عَنْ أَبِيهِ قَالَ آمَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَكَانَ يَنْصَرِفُ عَنْ جَانِبَيْهِ جَمِيعًا

৯২৯। কাবীসা ইবনে হুল্‌ল্ব (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন এবং (সালাম ফিরিয়ে) তাঁর উভয় দিকে সম্পূর্ণরূপে তাঁর চেহারা ঘুরাতেন।


٩٣٠- حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ح وَحَدَّثَنَا أَبُرْ بَكْرِ بْنُ خَلَادٍ ثَنَا يَحْيَ ابْنُ سَعِيدٍ قَالَا ثَنَا الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ عَن الْأَسْوَد قَالَ قَالَ عَبْدُ الله لا يَجْعَلَنُ أحَدُكُمْ لِلشَّيْطَانِ فِي نَفْسِهِ جُزاً يَرَى أَنْ حَقًّا لِلَّهِ عَلَيْهِ أَنْ لَا يَنْصَرِفَ الأَ عَنْ يمينه قَدْ رَأَيْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم أكثر انصرافه عَنْ يُسَارِه .

৯৩০। আল-আসউয়াদ (রাঃ) তেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, তোমাদের কেউ যেন নিজের মধ্যে শয়তানের জন্য অংশ নির্ধারিত না করে। সে মনে করে যে, তার প্রতি আল্লাহ্ অধিকার হলো, কেবল তার ডান দিকে মোড় ঘোরা। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই তাঁর বাম দিকে ঘুরে বসতে দেখেছি।


۹۳۱ - حَدَّثَنَا عَمْرُو بْن شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدَه قَالَ رَأَيْتُ النبي بشر بن هلال الصَّوافُ ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ حُسَيْنِ الْمَعَلِمٍ عَنْ صلى الله عليه وسلم يَنْقَتِلُ عَنْ يُمِينِهِ وَعَنْ يساره في الصلاة

৯৩১। আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযশেষে তাঁর ডান দিকে ও বাম দিকে মুখ ফিরিয়ে বসতে দেখেছি । 

এসব হাদীসে সালাম ফিরানোর পর ইমামের নামাযীদের দিকে ঘুরে বসার কথা বলা হয়েছে (অনুবাদ )


۹۳۲ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ . الْمَلِكِ بْنِ وَاقِدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمَ بْن سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ هِنْدِ بِنْتِ الْحَارِثِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَ رَسُولُ الله صلى الله عليه وسلم إذا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِيْنَ يَقْضَى تَسْلَيْمَهُ ثُمَّ يَلْبَثُ فِي مَكَانه يَسِيرًا قَبْلَ أَنْ يُقَومَ .

৯৩২। উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযশেষে সালাম ফিরানোর পর মহিলারা উঠে চলে যেতেন। অতঃপর তিনি উঠে যাওয়ার আগে নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেন ।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.