Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, যোগ্যতর ব্যক্তি ইমাম হবে, অধ্যায়-৫,অনুচ্ছেদ-৪৬

#ইবনে_মাজাহ, যোগ্যতর ব্যক্তি ইমাম হবে, অধ্যায়-৫,অনুচ্ছেদ-৪৬

 সুনানে ইবনে-মাজাহ

অনুচ্ছেদঃ ৪৬

بَابُ مَنْ أَحَقُّ بِالْامَامَة

যোগ্যতর ব্যক্তি ইমাম হবে ।

۹۷۹ - حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلالِ الصَّوافُ ثَنَا يَزِيدُ بْن زُرَيْعٍ عَنْ خَالِدٍ الْحَدَاءِ عَنْ أبي قلابة عَنْ مَالك بن الحويرث قَالَ أَتيتُ النبي صلى الله عليه وسلم أَنَا وَصَاحِبٌ لِي فَلَمًا أردنا الانصراف قَالَ لَنَا إذا حَضَرَتِ الصَّلاةُ فَاذِنَا وَأَقِيمَا وَلَيَؤْمَكُمَا أَكْبَرُكُمَا.


৯৭৯। মালেক ইবনুল হুয়াইরিস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও আমার এক সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। যখন আমরা ফিরে যেতে মনস্থ করলাম, তখন তিনি আমাদের বলেনঃ নামাযের ওয়াক্ত উপস্থিত হলে তোমরা আযান দিবে, অতঃপর ইকামত দিবে এবং তোমাদের দু'জনের মধ্যে বয়োজ্যেষ্ঠজন তোমাদের ইমামতি করবে।

بْنِ بْنُ جَعْفَر ثَنَا شُعْبَةُ عَنْ اسْمَاعِيلَ بن ۹۸۰ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ثَنَا شُعـ رَجَاء قَالَ سَمِعْتُ أَوْسَ بْنَ صَمْعَج قَالَ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ الله ه يَوْمُ القَوْمَ أَقْرَؤُهُمْ لكتابِ اللهِ فَإِنْ كَانَتْ قِرَاءَتْهُمْ سَوَاءٌ فَلْيَؤُمُهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانَتِ الهِجْرَةُ سَوَاء فَلْيَؤُمُهُمْ اكْبَرُهُمْ سِنًا وَلَا يُوْمُ الرَّجُلُ فِي أَهْلِهِ وَلَا في سُلْطَانِهِ وَلَا يَجْلِسَ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ الأَ بِاذْنِ أَوْ بِاِذْنِهِ .


১৯৮০। আবু মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কুরআন অধিক জানে সে লোকদের ইমামতি করবে। তারা যদি কুরআনে সমকক্ষ হয়, তবে তাদের মধ্যে হিজরতে অগ্রগামী ব্যক্তি তাদের ইমামতি করবে। যদি হিযরতেও তারা সমান হয়, তবে তাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের ইমামতি করবে। কোন ব্যক্তি যেন অপর ব্যক্তির বাড়িতে বা তার প্রভাবাধীন এলাকায় তার সম্মতি ছাড়া ইমামতি না করে এবং তার বাড়িতে তার জন্য নির্দিষ্ট আসনে তার সম্মতি ছাড়া না বসে



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.