Type Here to Get Search Results !

ইবনে মাজাহ, নামাযে পুরুষদের জন্য তাসবীহ এবং নারী*দের জন্য হাত*তালি, অধ্যায়-৫, অনুচ্ছেদ- ৬৫

ইবনে মাজাহ, নামাযে পুরুষদের জন্য তাসবীহ এবং নারীদের জন্য হাততালি, অধ্যায়-৫, অনুচ্ছেদ- ৬৫

সুনানে ইবনে-মাজাহ

অনুচ্ছেদঃ ৬৫

باب التسبيح للرجال في الصَّلاةِ والتصفيق للنِّسَاء

নামাযে পুরুষদের জন্য তাসবীহ এবং নারীদের জন্য হাততালি
١٠٣٤ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَشَامُ بْنُ عَمَّارٍ قَالَا تَنَا سُفْيَانُ ابْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ التَّسْبِيحُ للرجال والتصفيق للنِّسَاء

১০৩৪। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পুরুষদের জন্য তাসবীহ এবং নারীদের জন্য হাততালি।

١٠٣٥ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا تَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ التَّسْبِيحُ للرجال والتصفيق للنِّسَاء .

১০৩৫। সাহল ইবনে সাদ আস-সাইদী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পুরুষদের জন্য তাসবীহ এবং নারীদের জন্য হাততালি।

سويد بن سَعِيدٍ ثَنَا يَحْيَ بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ وَعُبَيْدُ ١٠٣٦ - حَدَّثَنَا اللهِ عَنْ نَافِعِ أَنَّهُ كَانَ يَقُولُ قَالَ ابْنُ عُمَرَ رَخْصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلنِّسَاءِ فِي التصفيق للرجال في التسبيح .

১০৩৬ । নাফে (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, ইবনে উমার (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য হাততালি এবং পুরুষদের জন্য তাসবীহ. পাঠের অনুমতি দিয়েছেন।
ইমাম নামাযের কোথাও ভুল করলে তাকে সতর্ক করার জন্য পুরুষ মোক্তাদীগণ সশব্দে সুবহানাল্লাহ বলবে এবং নারী মোক্তাদীগণ তাদের উরুর উপর সজোরে করাঘাত করে শব্দ করবে। একে বলা হয় তাসফীক (অনুবাদক)।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক_একাডেমি_এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.