Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পূর্ণাঙ্গভাবে উযু করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৪৮

#ইবনে_মাজাহ, পূর্ণাঙ্গভাবে উযু করা। অধ্যায়-১,অনুচ্ছেদ-৪৮
সুনান ইবনে মাজা

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ-৪৮

بَابُ مَا جَاءَ فِي القَصْدِ فِي الْوُضُوءِ وَكَرَاهِيَة التَّعَدِي فِيه

সঠিকভাবে উযু করা এবং তাতে সীমাতিরিক্ত কিছু করা মাকরূহ।


٤٢١ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا أَبُو دَاوُدَ ثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَب عَنْ يُونُسَ بْنِ عُبَيْدِ عَنِ الحَسَنِ عَنْ عُتَيْ بْنِ ضَمْرَةَ السَّعِدِي عَنْ أَبِي بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُول الله له ان الوُضُوْ، شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسَوَاسَ الْمَاء


৪২১। উবাই ইবনে কাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : নিশ্চয় উযুর জন্য 'ওয়ালাহান' নামের একটি শয়তান আছে। অতএব তোমরা পানি প্রসূত সন্দেহ থেকে দূরে থাকো ।


٤٢٢ - حَدَّثَنَا عَلَى بْنُ مُحَمَّد خالى يَعْلَى عَنْ سُفْيَانَ عَنْ. بْنِ أَبِي عَائِشَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِهِ قَالَ جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَن الوُضُوْ، فَارَاهُ ثَلاثًا ثَلاثاً ثُمَّ قَالَ هذا الوُضُوهُ فَمَنْ زَادَ عَلَى هذا فَقَدْ أَسَاءَ أَوْ تَعَدَّى أَوْ ظَلَمَ


৪২২। আমর ইবনে শুআইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত । তিনি বলেন, এক বেদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তাঁকে উযু সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাকে তিনবার করে উযুর অঙ্গগুলো ধৌত করে দেখান, তারপর বলেন : এই হলো উযু। যে ব্যক্তি এর চাইতে বেশি করলো সে অবশ্যই মন্দ কাজ করলো অথবা সীমা লংঘন করলো অথবা যুলুম করলো ।


٤٢٣ - حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ تَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو سَمِعَ كُرَيْبًا يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبّاسِ يَقُولُ بِتُ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضًا مِنْ شَنْةٍ ة وَضُوءا يُقَلِلَهُ فَقُمْتُ فَصَنَعْتُ كَمَا صنع .


৪২৩। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি আমার খালা মায়মূনা (রাঃ)-এর ঘরে রাত কাটালাম । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঘুম থেকে উঠে) দাঁড়ান এবং মশক থেকে অল্প অল্প পানি নিয়ে উযু করেন। তখন আমিও উঠলাম এবং তিনি যেরূপ করলেন আমিও তদ্রূপ করলাম ।

.

٤٢٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَى الحَمْصِيُّ ثَنَا بَقِيَّةُ عَنْ مُحَمَّد بْن الفَضْلِ عَنْ أَبِيهِ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ رَأَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلا يَتَرَضًا فَقَالَ لَا تُشرف لا تُشرف .


৪২৪। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উযু করতে দেখে বলেনঃ অপচয় করো না, অপচয় করো না ।


٤٢٥ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا قُتَيْبَةُ ثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ يَحْيَ بْنِ عَبْدِ اللَّهِ المَعَافِرِي عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الحُبْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِهِ أَنَّ رَسُولَ اللَّهِ ه مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضًا فَقَالَ مَا هَذا السَّرَفُ فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهْرٍ جَارٍ .


৪২৫। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ (রা)-কে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি উযু করছিলেন। তিনি বলেনঃ এই আপচয় কেন?। সাদ (রাঃ) বলেন উযুতে কি আপচয় আছে?। তিনি বলেনঃ হ্যাঁ,  যদিও তুমি প্রবহমান নদীতে থাকো।

পূর্ণাঙ্গভাবে উযু করা।


আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে

জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.