সুনান ইবনে মাজা
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদ ঃ ৫৮
بَاب مَا جَاءَ فِي النَّصْحَ بَعْدَ الوُضُوءِ
উযু করার পর পানি ছিটানো ।
٤٦١ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ لَنَا مُحَمَّدُ بْنُ بِشَرِ ثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ قَالَ مَنْصُورٌ حَدَّثَنَا مُجَاهِدٌ عَنِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِي أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَوَضًا ثُمَّ أَخَدَ كَفَا مِنْ ما ، فَنَضَحَ بِهِ فَرْجَهُ.
৪৬১। আল-হাকাম ইবনে সুফিয়ান আস-সাকাফী (রাঃ) থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে দেখেন। তিনি উযু শেষে এক আঁজলা পানি নিয়ে তা তাঁর লজ্জাস্থানে ছিটিয়ে দেন।
٤٦٢- حَدَّثَنَا ابْرَاهِيمُ بن محـ ن مُحَمَّد الفريابي ثَنَا حَسانُ بْنُ عَبْدِ اللَّهِ ثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ عَقِيلٍ عَنِ الزُّهْرِي عَنْ عُرْوَةَ قَالَ حَدَّثَنَا أَسَامَةَ بْنُ زَيْدٍ عَنْ أَبِيْهِ زَيْدِ بْنِ حَارِثَةَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم عَلَمَنِي جِبْرَائِيلُ الوُضُوءَ وَأَمَرَنِي أَنْ أَنصَحَ تَحْتَ تونِي لِمَا يَخْرُجُ مِنَ البَولِ بَعْدَ الوُضُوء.
৪৬২। যায়েদ ইবনে হারিসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : জিবরাঈল (আ) আমাকে উযু করার পদ্ধতি শিখিয়েছেন। তিনি আমাকে আমার কাপড়ের নিচে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন, উযু করার পর পেশাব বের হওয়ার সন্দেহ থেকে বাঁচার জন্য ।
٤٦٢(١) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ ثَنَا أَبُو حَاتِم ح وَثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التنيسي ثَنَا ابْنُ لَهِيعَةَ فَذَكَرَ نَحْوَهُ
৪৬২(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম, (পুনরায়) আবদুল্লাহ ইবনে ইউসুফ আত-তিন্নীসী-ইবনে লাহীআ (রাঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে ।
٤٦٣- حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ سَلَمَةَ الحُمَيْدِيُّ تَنَا سَلَمُ بْنُ قُتَيْبَةَ ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيَّ الهَاشِمِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَاجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم اذا تَوَضَاتَ فَانْتَضِحُ .
৪৬৩। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উযু করার পর (তোমার লজ্জাস্থানে) পানি ছিটিয়ে দিও।
- حَدَّثَنَا مُحَمَّدُ. بْنُ يَحْى ثَنَا عَاصِمُ بْنُ عَلِيَّ تَنَا قَيْسٍ عَنِ ابْنِ أَبِي لَيْلَى عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ تَوَضًا رَسُولُ الله الله فَنَضَحَ فَرْجَهُ .
৪৬৪ । জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন ।
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
