Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, উযু করার পর যে দোয়াপড়বে, অধ্যায়-১,অনুচ্ছেদ-৬০

#ইবনে_মাজাহ, উযু করার পর যে দোয়া পড়বে,অধ্যায়-১,অনুচ্ছেদ-৬০

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ ৬০

بابُ مَا يُقَالُ بَعْدَ الوُضُو

উযু করার পর যে দোয়া পড়বে।


٤٦٩ - حَدَّثَنَا موسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ وَزَيْدُ بْنُ الْحُبَابِ حِ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا أَبُو نُعَيْمٍ قَالُوا ثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ وَأَبُوسُلَيْمَانَ النَّخَعِيُّ قَالَ حَدَّثَنِي زَيْدُ الْعَمِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ تَوَضًا فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ ثَلاثَ مَرَاتِ اشْهَدُ أن لا اله الا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ مِنْ أَيُّهَا شَاءَ دَخَلَ .


৪৬৯। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : কোন ব্যক্তি উত্তমরূপে উযু করার পর তিনবার বলে (কলেমা শাহাদাত) : “আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক, তাঁর কোন শরীক নাই এবং আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।


٤٦٩ (الف) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ القَطَانُ ثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرٍ ثَنَا أَبُو نُعيم بنحوه .


৪৬৯(ক)। আবুল হাসান ইবনে সালামা আল-কাত্তান ইবরাহীম ইবনে নাসর-আবু নুআইম (র) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে ।


٤٧٠ - حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرُوِ الدَّارِمِيُّ ثَنَا أَبُو بَكْرُ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي إِسْحَاقَ الخطاب عَنْ عَبْدِ اللهِ بن عَطَاءِ البَجَلِي عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ الْجُهَنِيِّ عَنْ عُمَرَ بْنِ قَالَ قَالَ رَسُولُ الله مَا مِنْ مُسلم يَتَوَضًا فَيُحْسِنُ الوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أن لا إله إلا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ ابواب الجنّة يَدْخُلُ منْ أيْهَا شَاءَ .


৪৭০। উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে কোন মুসলিম ব্যক্তি উত্তমরূপে উযু করার পর বলে (কলেমা শাহাদাত) : “আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, তাঁর কোন শরীক নাই, তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল,” তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।


আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে

জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.