(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
অনুচ্ছেদঃ১৩৩
بَابُ الْحَائِضِ تَخْتَضِبُ
হায়েযগ্রস্ত নারীর কলপ ব্যবহার।
٦٥٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا حَجَّاجٌ ثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ ثَنَا أَيُّوبُ عَنْ مُعَادَةَ أَنْ امْرَأَةٌ سَالَتْ عَائِشَةَ قَالَتْ تَخْتَضِبُ الحَائِضُ فَقَالَتْ قَدْ كُنَّا عِنْدَ النَّبِيِّ وَنَحْنُ تَخْتَضِبُ فَلَمْ يَكُنْ يَنْهَانَا عَنْهُ .
৬৫৬। মুআযা (রাঃ) থেকে বর্ণিত। এক মহিলা আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলো, ঋতুবতী নারী কি খেযাব লাগাতে পারে? তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থানকালে খেযাব লাগাতাম। তিনি আমাদের তা থেকে বিরত থাকতে বলেননি।
মহিলাদের মাথাও সতরের অন্তর্ভুক্ত। মাহরাম পুরুষ আত্মীয় ব্যতীত অন্য সকল পুরুষের সামনে তা ঢেকে রাখা ফরয। তা উন্মুক্ত রাখলে কবীরা গুনাহ হবে। নামায পড়ার সময়ও তা ঢেকে নিতে হবে (অনুবাদক)।
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
.png)