Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, মসজিদ থেকে দূরে আরো দূরে বস বাসকারীর জন্য মহাপুরস্কার রয়েছে ,অধ্যায়-৪, অনুচ্ছেদ-১৫

#ইবনে_মাজাহ, মসজিদ থেকে দূরে আরো দূরে বসবাসকারীর জন্য মহাপুরস্কার রয়েছে {৩৫৮}🙏

সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ৪

كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ

অনুচ্ছেদঃ ১৫

بَابُ الْأَبْعَدُ فَالأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا

মসজিদ থেকে দূরে আরো দূরে বসবাসকারীর জন্য মহা পুরস্কার রয়েছে ।

۷۸۲- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا وَكِيعٌ عَنْ أَبِي ذَبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِابْنِ مِهْرَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الأَبْعَدُ فَالْأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا .


৭৮২। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : মসজিদ থেকে দূরে আরো দূরে বসবাসকারীর জন্য রয়েছে মহাপুরস্কার ।

۷۸۳- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ثَنَا عَبَّادُ بْنُ عَبَّادِ الْمُهَلَبِيُّ ثَنَا عَاصِمَ الْأَحْوَلُ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيَ عَنْ أَبِي بْنِ كَعْبٍ قَالَ كَانَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بَيْتُهُ أقصى بَيْتِ بِالْمَدِينَةِ وَكَانَ لا تُخْطِتُهُ الصَّلاةُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ فَتَوَجُعْتُ لَهُ فَقُلْتُ يَا فُلانُ لَوْ أَنَّكَ اشْتَرَيْتَ حِمَارًا يَقِيكَ الرِّمْضَ وَيَرْفَعُكَ مِنَ الوَقْعِ وَيُقِبْكَ هُوَامُ الْأَرْضِ فَقَالَ وَاللَّهِ مَا أَحِبُّ أَنْ بَيْتِي بِطَنُبِ بَيْتِ مُحَمَّدٍ عَ قَالَ فَحَمَلْتُ بِهِ حِمْلَا حَتَّى أَتَيْتُ بَيْتَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَّتُ ذَلِكَ لَهُ فَدَعَاهُ فَسَأَلَهُ فَذَكَرَ لَهُ مِثْلَ ذَلِكَ وَذَكَرَ أَنَّهُ يَرْجُو فِي أَثَرِهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لَكَ مَا احْتَسَبْتَ .


৭৮৩। উবাই ইবনে কাব (রাঃ) থকে বর্ণিত। তিনি বলেন, এক আনসারী ব্যক্তির বাড়ি ছিল মদীনার শেষ প্রান্তে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাযে উপস্থিত হতে কখনো ভুল করতো না।

রাবী বলেন, তার জন্য আমার মনে কষ্ট অনুভব করলাম। তাই আমি বললাম, হে অমুক। একটি গাধা কিনে নিলে তা তোমাকে গরম থেকে, পথের কষ্ট-কাঠিন্য থেকে এবং মাটির কীট-পতঙ্গ থেকে রেহাই দিত।

লোকটি বললো, আল্লাহ্র শপথ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লাগোয়া আমার ঘর হোক, এটাও আমার পছন্দনীয় নয়। রাবী বলেন,

আমি তার কষ্টে ব্যথিত হলাম, অবশেষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর নিকট বিষয়টি উপস্থাপন করলাম।

তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একই কথা ব্যক্ত করে। সে আরো উল্লেখ করে যে, সে তার পদক্ষেপসমূহের সওয়াব আশা করে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যেরূপ আশা করছো তদ্রূপই পাবে।

٧٨٤ - حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُتَنى تَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ثَنَا حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ أَرَادَتْ بَنُو سَلِمَةَ أَنْ يَتَحَولُوا مِنْ دِيَارِهِمْ إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَكَرَة النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعْرُوا المَدِينَةَ فَقَالَ يَا بَنِي سَلَمَةَ إِلَّا تَحْتَسِبُونَ أَثَارَكُمْفَاقَامُوا


৭৮৪ । আনাস ইবনে মালেক (রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, বনূ সালিমার লোকেরা তাদের বাড়িঘর মসজিদে নববীর নিকটে স্থানান্তরিত করার ইচ্ছা করলো। 

কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার প্রান্ত এলাকা জনশূন্য হওয়া অপছন্দ করলেন। তাই তিনি বলেনঃ

হে বনূ সালিমা! তোমরা কি তোমাদের পদক্ষেপের সওয়াব আশা করো না? অতএব তারা স্বস্থানেই থেকে গেলো ।

۷۸٥- حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ثَنَا إِسْرَائِيلُ عَنْ سَمَاكَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاس قَالَ كَانَتِ الأَنْصَارُ بَعِيدَةً مَنَازِلَهُمْ مِّنَ الْمَسْجِدِ فَأَرَادُوا أَنْ يُقْتَرِبُوا فَنَزَلَتْ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَأَثَارَهُمْ) قَالَ فَتَبَتُوا


৭৮৫। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসারদের বসতি মসজিদে নববী থেকে দূরে ছিল।

তারা মসজিদের কাছাকাছি বসতি স্থানান্তরিত করতে চাইলে এই আয়াত নাযিল হয় (অনুবাদ),

“আমি লিখে রাখি যা তারা অগ্রে পাঠায় এবং যা তারা পিছনে রেখে যায়” (সূরা ইয়াসীনঃ ১২)। রাবী বলেন, তখন তারা তাদের অবস্থানে বহাল থাকেন।



সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন। 
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.