Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, যে ব্যক্তি প্রতিবার সহ*সের পর গোসল করে অধ্যায়-১,অনুচ্ছেদ-১০২

#ইবনে_মাজাহ, যে ব্যক্তি প্রতিবার সহ*সের পর গোসল করে অধ্যায়-১,অনুচ্ছেদ-১০২

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

অনুচ্ছেদঃ১০২

بَابُ فِيمَنْ يُغْتَسِلُ عِنْدَ كُلِّ وَاحِدَةٍ غُسْلاً

যে ব্যক্তি প্রতিবার সহবাসের পর গোসল করে।

٥٩٠ - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا عَبْدُ الصَّمَدِ ثَنَا حَمَّادٌ ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي رَافِعِ عَنْ عَمِّتِهِ سَلْمِي عَنْ أَبِي رَافِعِ أَنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم طَافَ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَكَانَ يَغْتَسِلُ عِنْدَ كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ فَقِيلَ لَهُ يَا رَسُولَ الله أَلَا تَجْعَلَهُ غُسلاً وأحداً فَقَالَ هُوَ أَزْكَى وَأَطيبُ وَأَطْهَرُ

৫৯০। আবু রাফে (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তাঁর স্ত্রীগণের সাথে সহবাস করলেন। তিনি তাদের প্রত্যেকের সাথে সহবাসের পর পর গোসল করেন। তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন একবার গোসল করলেন না? তিনি বলেনঃ সেটি অধিকতর বিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.