অধ্যায়-৫
كتَابُ اقَامَةِ الصَّلوة والسُّنَّةِ فِيهَا
(নামায কায়েম করা এবং তার নিয়ম কানুন)
অনুচ্ছেদ ৩
بَابُ وَضعَ اليَمِينِ عَلَى الشِمَالِ فِي الصَّلاة
নামাযের মধ্যে বাম হাতের উপর ডান হাত রাখা।
❣️এই হাদীস ইউটুব চ্যেনেলে দেখুন👇
٨٠٩- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سَمَاكِ بْنِ حَرْبٍ عَنْقَبِيصَةَ بْنِ مُلبِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَؤُمُّنَا فَيَأْخُذُ شَمَالَهُ بِيَمِينِهِ
৮০৯। কাবীসা ইবনে হুলব (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। তিনি তাঁর ডান হাত দিয়ে বাম হাত ধরতেন।
-۸۱۰- حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ ، وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَادٍ الضرير ثنا بشر بن المُفَضَّل قَالاً ثَنَا عَاصِمُ بْنُ كُلَيْب عَنْ أَبِيهِ عَنْ وَائِل بن حجر قَالَ رَأَيْتُ النَّبي يُصَلِّي فَأَخَذَ شِمَالَهُ بِيَمِينه.
৮১০। ওয়াইল ইবনে হুজ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামায পড়তে দেখেছি। তিনি তাঁর ডান হাত দিয়ে তাঁর বাম হাত ধরেন।
۸۱۱- حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ إِبْرَاهِيمُ ابْنُ حَاتِمٍ أَنْبَأَنَا هُشَيْمُ أَنْبَأَنَا الْحَجَّاجُ بن أبي زَيْنَبَ السُّلَمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَرَّ بي النَّبِي وَأَنَا وَاضِعُ يَدِي الْيُسْرَى عَلَى الْيُمْنِي فَأَخَذَ بِيَدِيَ الْيُمْنَى فَوَضَعَهَا عَلَى اليُسرى
৮১১। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন, আমি আমার বাম হাত ডান হাতের রেখেছিলাম। তিনি আমার ডান হাত ধরে বাম হাতের উপর রাখেন।
সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
