Type Here to Get Search Results !

ইবনে মাজাহ, ব্যক্তি রসুন খেয়েছে সে যেন মসজিদে প্রবেশ না করে, অধ্যায়-৫, অনুচ্ছেদ-৫৮

ইবনে মাজাহ, ব্যক্তি রসুন খেয়েছে সে যেন মসজিদে প্রবেশ না করে, অধ্যায়-৫, অনুচ্ছেদ-৫৮

{সুনানে ইবনে-মাজাহ}

অনুচ্ছেদঃ ৫৮

بَاب مَنْ أَكَلَ التَّوْمَ فَلَا يَقْرَنَّ الْمَسْجِدَ

যে ব্যক্তি রসুন খেয়েছে সে যেন মসজিদে প্রবেশ না করে।


١٠١٤ - حدثنا أبو بكر بن أبي شَيْبَةَ لَنَا اسْمَاعِيلُ بْنُ عَلَيَّةَ عَنْ سَعِيد بْن أَبِي عَرُوبَة عَنْ قَتَادَةَ عَنْ سَالم بن أبي الجَعْدِ الغَطَفَانِي عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طلحة اليَعْمَرِي أَنْ عُمَرَ بنَ الخَطَابِ قَامَ يَومَ الجُمُعَةِ خَطِيبًا أَوْ خَطَبَ يَوْمَ الجُمُعَة فَحَمدَ اللهَ وَاثْنى عَلَيْهِ ثُمَّ قَالَ يَايُّهَا النَّاسُ إِنَّكُمْ تَأْكُلُونَ شَجَرَتَيْنِ لَا أرَاهُمَا الأخَبيتَيْنِ هذا القوم وهذا البَصَلُ ولَقَدْ كُنْتُ أَرَى الرَّجُلَ عَلَى عَهْدِ رَسُول الله صلى الله عليه وسلم يُوجَدُ رِيْحُهُ مِنْهُ فَيُؤْخَذُ بِيَدِهِ حَتَّى يُخْرَجَ إِلَى الْبَقِيعِ فَمَنْ كَانَ أكلَهَا لَا بُدَّ فَلْيُمِتْهَا طَبْحًا


১০১৪ । মাদান ইবনে আবু তালহা আল-ইয়ামারী (রাঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাঃ) জুমুআর খুতবা দিতে দাঁড়ান অথবা তিনি জুমুআর দিন খুতবা দেন। তিনি আল্লাহ্র প্রশংসা ও গুণগান করার পর বলেন, হে লোকসকল! তোমরা দুইটি গাছ খেয়ে থাকো, আমার দৃষ্টিতে তা নিকৃষ্টঃ এই রসুন ও এই পিয়াজ । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখতাম, যার মুখ থেকে এর দুর্গন্ধ পাওয়া যেতো, তার হাত ধরে তাকে আল-বাকী নামক স্থানের দিকে বের করে দেয়া হতো। অতএব যে ব্যক্তি তা খেতেই চায়, সে যেন তা রান্না করে খায় ।


١٠١٥ - حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ لهُ مَنْ أَكَلَ مِنْ هذه الشجَرَةِ النُّوْمِ فَلا يُؤذِيْنَا بِهَا فِي مَسْجِدِنَا هذا . قَالَ إِبْرَاهِيمُ وَكَانَ أَبِي فيه الكرات وَالْبَصَلَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَعْنِي أَنَّهُ يَزِيدُ عَلَى حَدِيْثِ أَبِي هُرَيْرَةَ في الثوم.


১০১৫। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন খায়, সে যেন তার দ্বারা আমাদের এই মসজিদে (এসে) আমাদের কষ্ট না দেয়। ইবরাহীম ইবনে সাদ (রাঃ) বলেন, আমার সুনান ইবনে মাজা পিতা এর সাথে দুর্গন্ধযুক্ত তরকারী ও পিঁয়াজকে শামিল করতেন। অর্থাৎ তিনি রসুন সম্পর্কিত আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসের সাথে ঐগুলোকেও যোগ করতেন।


١٠١٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّباح ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءِ الْمَكِيُّ عَنْ عُبَيْدِ الله ابْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ أَكَلَ مِنْ هذه الشجرة شَيْئًا فَلا يَأتينُ المَسجد .

১০১৬। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এই গাছের কিছু খায়, সে যেন মসজিদে না আসে ।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.